জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে নীলফামারী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

আজ শনিবার বিকালে কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এসমাবেশ অনুষ্ঠিত হয় ৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আমিনুল ইসলাম ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দীন ৷

এছাড়াও বক্তব্য দেন নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম ৷ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মোখছেদুল ইসলাম, ইউপি সদস্য মোসলেমা বেগম, মোরসালিন, আব্দুল জলিল, আব্দুল আলিমসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের কর্মচারীরা ৷

প্রধান অতিথি আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মাদক হল সমাজের মরণব্যাধি ৷ মাদক যুব সমাজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জীবন ধবংস করে দিচ্ছে ৷

যে কোন মূল্যই মাদককে সমাজ থেকে উৎখাত করতে হবে ৷ এ জন্য সৈয়দপুর উপজেলা প্রশাসনের যত সহযোগিতা লাগবে আমরা দিতে প্রস্তুত আছি ৷

সভাপতির বক্তব্যে কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার বলেন,কামারপুকুর ইউনিয়নে মাদকের কোন স্থান হবে না ৷

আগের থেকে অনেক মাদক ব্যবসা ও মাদকসেবী কমেছে ৷ এখন যেটুকু আছে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা চলছে ৷ যে কোন মূল্যেই কামারপুকুর ইউনিয়নকে মাদক মুক্ত করা হবে ৷ এজন্য তিনি প্রশাসনসহ সচেতন ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে