স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদে বিশেষ আলোচনা শুরু হবে। আলোচনার প্রস্তাব উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

সংসদে ১৪৭ বিধিতে প্রস্তাব এনে দুইদিন ব্যাপী আলোচনা শেষে বৃহস্পতিবার তা গ্রহণ করা হবে।১৪৭ বিধির এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নিজেই তুলবেন। এর আগে মুজিব বর্ষের বিশেষ অধিবেশনের প্রস্তাবটিও তিনি তুলেছিলেন।

এদিকে বুধবারের বৈঠকের শুরুতেই বিকেল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক ভাষণ দেবেন। সোমবার মন্ত্রী সভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

বৃহস্পতিবার বিশেষ আলোচনা শেষে প্রস্তাবটি কন্ঠভোটে পাস হবে।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে