মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের প্রফেসর এম.এ মতিন মেমোরিয়াল বিএন এসবি বেজ আই হসপিটাল সিরাজগঞ্জের উদ্যোগে – প্রতিবন্ধীব্যক্তিদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্প -২০২৩ অনুষ্ঠিত হয়।

এতে চক্ষু সেবা ক্যাম্পে বিনামূল্যে দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের চোখের ছানি অপারেশন অন্যান্য চক্ষু সেবা প্রদান করা এবং পরামর্শ দেওয়া হয়। সাইটসেভার্স এর অর্থায়নে ও সহযোগিতায়- এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সিরাজগঞ্জের স্থানীয় সহযোগিতায় – বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর-২০২৩) সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ পৌরএলাকার ধানগড়া মধ্যপাড়া কাজিপুর সড়কের পাশে অবস্থিত এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সিরাজগঞ্জ অফিসে উক্ত বিনামূল্যে বিশেষ ক্যাম্পটিতে উপস্থিত ছিলেন – এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন খান সহ অফিসের অন্যান্যরা কর্মচারীরা।

প্রতিবন্ধীব্যক্তিদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্পে নিয়োজিত ছিলেন- প্রফেসর এম.এ মতিন মেমোরিয়াল বিএন এসবি বেজ আই হসপিটাল সিরাজগঞ্জের কর্মচারী পিসি মির্জা আহমেদ আলী, আইও টি.এম মাহমুদুল হাসান, অপ.প্যারামেট্রিক মোঃ নজরুল ইসলাম, অপ অপটোমেট্রিষ্ট মোঃ আলামিন, সিও তালহা, এমক্রসওপি মোঃ আরিফুল ইসলাম, এমএলওপি সাব্বির হায়দার।
এসময়ে প্রতিবন্ধীব্যক্তিরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ঔষধ, চশমা গ্রহন করেন সাথে অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে