SIDDIKIYA madrasa

বিডি নীয়ালা নিউজ(১১ই  আগস্ট ২০১৬ইং)এম এম মুজাহিদ উদ্দীন, ঢাকা দক্ষিন প্রতিনিধি:  আজ বৃহস্পতিবার খুলনা নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসায় ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা মাদরাসার নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবার টিপু, বিশেষ অতিথি ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি। সভাপতিত্ব করেন আলহাজ্জ আমিরুল ইসলাম। আলোচকগণ বলেন, ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত ছাত্র কখনোই সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করতে পারেনা। ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। প্রকৃত শিক্ষা অর্জন বিমুখ ব্যক্তিরাই ইসলামের অপব্যাখ্যাকে বুকে ধারণ করে এহেন হীন কাজে জড়িত হয়ে পড়ছে। মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার কোন ছাত্র কিংবা শিক্ষক কখনোই সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে জড়িত ছিলো না এবং ভবিষ্যতেও থাকবে না। দেশের শান্তি শৃংখলা রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।উল্লেখ্য সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলা হয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এআলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে