মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সর্বস্তরের মানুষের কাছে অবহিত ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ, শিক্ষা অফিসার গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহার, আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও, ইউপি সচিব, সাংবাদিক বৃন্দ সহ উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রমুখ। সভায় সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্ক্রিম বিষয়ে সাধারণ মানুষদের মাঝে সচেতনা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে