চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও চরম হিমশিম খেতে হচ্ছে। বার বার সতর্কতা জারি করেও মানুষের রাস্তায় নামানো ঠেকানো যাচ্ছে না। একইসঙ্গে যৌক্তিক কারণ ছাড়ায় রাস্তায় নামছে ব্যক্তিগত গাড়ি।

সেনাবাহিনী টহল টিম লিডার ক্যাপ্টেন নাফিস বলেন, কিছু মানুষকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আবার কিছু ক্ষেত্রে কঠোর হতে হচ্ছে।

রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট, সচেতনতামূলক মাইকিং সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না ব্যক্তিগত গাড়ি চলাচল। সকাল না হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন অনেকে। রিকশা চলাচলও অনেকটা স্বাভাবিক। পুলিশ আটকালে দেয়া হচ্ছে নানা অজুহাত। এরই মধ্যে গত ৪ দিনে জব্দ করা হয়েছে অযৌক্তিকভাবে রাস্তায় নামা দেড় হাজারের বেশি ব্যক্তিগত গাড়ি। 

সিএমপি ট্রাফিক উপ কমিশনার তারেক আহমেদ বলেন, দেড় হাজারের বেশি গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া যারা বিনা কারণে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জন সমাগম এড়াতে নগরীতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুধু ফার্মেসি ছাড়া বাকি সব দোকান খোলা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে