sat-desh-ek-gan

বিডি নীয়ালা নিউজ(৭ই মে১৬)-বিনোদন ডেস্কঃ  মা দিবস উপলক্ষে আজব রেকর্ডস থেকে প্রকাশিত হচ্ছে ‘প্রোজেক্ট ২১’ এর মৌলিক গান ‘মা’। পৃথিবীর সকল মা দের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি তৈরি করেছে তারা। গানটি তে অংশ নিয়েছেন সাত দেশের নয় জন শিল্পী। গানটির বাংলা অংশ লিখেছেন জয় শাহরিয়ার এবং ইংরেজি অংশটি লিখেছেন স্তেফেনি ফরিয়ান। বাকি অংশ জার্মান শিল্পী নোরার লেখা থেকে অনুবাদ করা হয়েছে।

গানটি গেয়েছেন, বাংলায় জয় শাহরিয়ার, হিন্দিতে আমির সাইদ, ফ্রেঞ্চে দানিয়াল, জার্মানে নোরা, আরবিতে ইয়রগো এল্কা, রাশিয়ানে আলেক্সান্দার এবং ইংরেজিতে স্তেফেনি ফরিয়ান। গানটির সমন্বয় করেছেন নাবিদ সালেহীন নিলয়। গানটিতে পিয়ানো বাজিয়েছেন ফরহাদ, বেইজ বাজিয়েছেন নাবিদ নিজেই আর ভায়োলিন বাজিয়েছেন নোরা।

উল্লেখ্য যে, একুশে ফেব্রুয়ারিতে বার ভাষায় “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো” গানটি পরিবেশন করে এই প্রোজেক্ট ২১ আলোচনায় আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে