ডেস্ক স্পোর্টসঃ অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে নিদাহাস ট্রফির প্রথম পর্বের শেষ ম্যাচ। স্বাগতিক শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যকার এই ম্যাচে যে দল জিতবে, তারা ভারতের বিপক্ষে মুখোমুখি হবে ১৮ মার্চের ফাইনালে। তাই অঘোষিত সেমিফাইনালে রূপ নেওয়া এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে টাইগার একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দলের হয়ে টস করেছেন তিনি। তাই টাইগার একাদশের নেতৃত্ব নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হলো।

শ্রীলঙ্কার স্বাধীনতার সত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গেছে রোহিত শর্মার ভারত। গত বুধবারের ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছে তারা। রানরেটের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে  আছে শ্রীলঙ্কা। তাই ম্যাচ জয়ের পাশাপাশি এদিকেও নজর রাখতে হবে টাইগারদের।

 

 

 

 

 

 

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে