12722759_518151605058200_458546678_o (1)
বিডি নীয়ালা নিউজ(১৯ই মার্চ১৬) নাজমুল হক হৃদয়( রাঙ্গামাটি প্রতিনিধি):বান্দরবান সরকারি কলেজের  প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরশাদ-উল- আলমের বদলির
আদেশ প্রত্যাহার করার দাবিতে গত ১৫ র্মাচ বান্দরবান সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা 
বান্দরবান সরকারি কলেজ ,বান্দরবান প্রেসক্লাব  ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে মানববন্ধন শেষে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্র্রী বরার স্বরকলিপি
প্রদান করেন । এর ফলে ও কোন পরির্বতন না হওয়ায় । বান্দরবান সরকারি কলেজের সাধারণ
শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে উঠে ১৯ র্মাচ সকালে শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে
কলেজের  একাদশ থেকে মার্স্টাস র্পযন্ত সকল  শিক্ষার্থীরা ক্লাস   বর্জন কর্মসূচী পালন
করে বিক্ষুদ্ব ছাত্র/ছাত্রীরা পরে বান্দরবান  সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের
করে সাধারণ শিক্ষার্থীরা । বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হয়। এবং বান্দরবান পার্বত্য  জেলা  বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষকের শূণ আসন পূরণের দাবি জানায়। শিক্ষার্থীরা তাদের দাবিতে
উল্লেখ করে বান্দরবান সরকারি কলেজে বাংলা বিভাগে -২টি,ব্যাবস্থাপনা বিভাগে -১টি, রসায়ন
বিভাগে ১টি ,প্রাণি বিদ্যা বিভাগে ১টি ,গণিত বিভাগে ১টি ,আইসিটি ১টি,জীববিদ্যা ১টি
,রাষ্টবিজ্ঞান বিভাগ ১টি, ইতিহাস বিভাগ ১টি ইত্যাদি আসনে শিক্ষক দিয়ে পূরণ করতে হবে বলে
তাদের দাবি জানান অন্যদিকে বান্দরবান সরকারি মহিলা কলেজর বাংলা 
,হিসাববিজ্ঞান,গণিত,রাষ্টবিজ্ঞান ইত্যাদি ৪টি আসনে পদ শূণ্য থাকায় শিক্ষার্থীরা বিপাকে
যাচ্ছে  তার ই পাশা পাশি বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীরা আরো জানায় আমাদের
বান্দরবান সরকারি  পার্বত্য জেলায় আবস্থিত ২ টি সরকারি উচ্চ বিদ্যালয় অবস্থিত যার মধ্যে
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫২ টি আসনে ১৭টি আসন শূণ অন্যদিকে বান্দরবান সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৯ জনের আসনে ১৭টি আসন শূণ  সে শূণ আসন ফূরণ করতে হবে ।
বান্দরবান সরকারি কলেজের দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়তের জন্য বাস ব্যবস্থা করা ও
ছাত্র/ছাত্রদের জন্য আলাদা নতুন হোস্টেল তৈরী করা। এবং শিক্ষা উপকরণ নিরসস কল্পে
র্পযাপ্ত  শিক্ষা উপকরন সরবারাহ করার দাবি জানান ।  বান্দরবান কলেজের সাধারণ
শিক্ষার্থীরা বলেন আমাদের  দাবি অবিলম্বে পুরণ করা  না হলে আমরা আমরা শিক্ষা অধিকার
আদায়ে রাজ পথে নামতে বাধ্য হব বলে জানান এবং বান্দরবান সরকারি কলেজের প্রাণিবিদ্যা
বিভাগের সহকারি অধ্যাপক আরশাদ- উল আলমের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বান্দরবান
সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা মাধ্যমিক ও  উচ্চ শিক্ষা অধিদপ্তররে মহাপরিচালকের
কুশপুত্তিলিকা দাহ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে