জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিবেশী কর্তৃক জোর পুর্বক অন্যের জায়গা দখল সহ ঘর উত্তলোনে পায়তারার অভিযোগে কোর্টে মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গত ১ অক্টোবর শুক্রবার থানার হাটিকুমরুল ইউপির রশিদপুর গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনকে আসামী করে ১৪৪ ধারা মামলা দায়ের হয়েছে।

মামলা সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা গেছে, রশিদপুর গ্রামের মৃত গোনজের সরকারের পুত্র আবুল কালাম ক্রয় সুত্রে উল্লাপাড়া উপজেলার বাদুল্লাপুর মৌজার, জে এল নং ৫৭, আর এস খতিয়ান ৬৮,আর এস দাগ ১৯৬, এর ১১ শতক জমির পশ্চিম ছাহাম হতে ৫.৫০ শতক জমিতে ঘর উত্তোলন পুর্বক দীর্ঘদিন হতে বসবাস করে আসছে।

একই সম্পত্তির পুর্ব ছাহামের ৫.৫০ শতকের ক্রয় কৃত মালিক প্রতিবেশী জুলমত সরকার গংয়েরা আবুল কালামের জায়গা দখলসহ জোর পুর্বক ঘর উত্তোলনের পায়তারা করছে।

শুধু তাই নয়, উত্তোলন কৃত ঘরের পশ্চিম পাশের টিনের পানি মামলার বাদী আবুল কালামের পাকা ঘরের জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ছে। অবৈধভাবে জায়গা দখল সহ ঘর উত্তোলন বাধা দিলে ক্ষমতাশালী জুলমত গংয়েরা প্রতিপক্ষকে খুন,জখম সহ হত্যার হুমকী দেয়ায় নিরুপায় হয়ে কোর্টে মামলা দায়ের করেছেউ।

যার মামলা নং এম আর- কেস নং ৪১৭/২১ ( অতিঃ), তারিখ ০৪-১০-২১ইং। এ বিষয়ে অভিযুক্ত জুলমাতের সাথে কথা বললে তিনি জানান, আমিও ক্রয় সুত্রে উক্ত তফসীল সম্পত্তির পুর্ব ছাহাম ভোগ দখল সহ আমার জায়গায় ঘর উত্তোলন করতে যাচ্ছি। আমরা তার জায়গা দখল বা হুমকী প্রদর্শন করি নাই। মামলায় বিজ্ঞ বিচারক প্রতিপক্ষকে কারন দর্শানো সহ সহকারী কমিশনার(ভুমি) উল্লাপাড়াকে সরেজমিনে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এছাড়াও উভয় পক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য ওসি সলঙ্গা থানাকে আদেশ প্রদান করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে