জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় শতাধীক গরিব, অসহায়, এতিম,প্রতিবন্দ্বী ও অসহায় মানুষের মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের নৈপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে শতাধীক অসহায় মানুষের মাঝে মান সম্মত খাবার পরিবেশন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠনের অর্থায়নে ভিলেজ ভিশন এর আয়োজনে পরিচালক শরিফ খন্দকার।

অনুষ্ঠানটির বাস্তবায়ন ও সার্বিক সহযোগীতা করেন নুর-সাথী হোমিও হলের স্বত্বাধিকারী রাজু আহমেদ রুবেল। গরিবের মুখে হাসি ফুটাতে মান সম্মত খাবারের মেনুতে ছিলো মুরগীর রোস্ট, ডিম, গিলা-কলিজা দিয়ে ডাউল, লেবু ও সাদা ভাত ও পোলাও।

নৈপাড়া, চুনিয়াখাড়া, আমশড়া, রৌহাদহ, ক্ষদ্রশিমলা এলাকার অসহায়, দূ:স্থ মানুষগুলো আমন্ত্রিত অতিথি হয়ে খাবার অনুষ্ঠানে আসেন। এক বেলা ভালো খাবার খেয়ে সবাই খুশি হন।

আমন্ত্রিত সকল অসহায়, দুঃস্থ, প্রতিবন্দ্বী মেহমান গুলো দুপুরের খাবার খেয়ে প্রাণ ভরে অর্থদাতা,যোগানদাতাদের সবাইকে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অর্থ দাতা রাজিব, ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খন্দকার, ভলেন্টিয়ার বিন্দু ও নূর-সাথী হোমিও হলের পরিচালক ডা: রাজু আহমেদ রুবেল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে