জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ: রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সিরাজগঞ্জের সলঙ্গায় বাজার তদারকি চালাচ্ছেন রায়গঞ্জ উপজেলা প্রশাসন ।

রবিবার (২ এপ্রিল) বেলা ২ টায় সলঙ্গা থানা সদর বাজারসহ সলঙ্গার বিভিন্ন এলাকার বাজার ঘুরে নানা অনিয়ম,অব্যবস্থাপনা পাওয়ায় ৩ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দন্ডিত করেন।

সলঙ্গা বাজারে লাইসেন্স বিহীন মাংশ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একই বাজারের হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও লোকালয়ে মুরগির বর্জ্যে জনদুর্ভোগ সৃষ্টির কারনে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের এক খামারীকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় রায়গঞ্জ উপজেলা ভেটেনারি কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম,সলঙ্গা থানা পুলিশ সহযোগীতায় ছিলেন।

রমজান মাস জুড়ে বাজার নিয়ন্ত্রণ জোরদার, ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন সাধারন ক্রেতারা। সলঙ্গা বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্রেতাদের আশ্বস্থ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে