%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8

ডেস্ক রিপোর্টঃ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা শিপ বিল্ডার্স এন্ড ডকইয়ার্ডে নির্মিত দেশের সর্ববৃহৎ হোমট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এতে স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টি নেতা লিয়াকত হোসেন খোকাসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য একটি শক্তি অপতৎপরতায় ব্যস্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন,বিএনপি এবং জামাত একই সূত্রে গাথা। তারা আগুন আর জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে।
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তিনি বেসরকারী উদ্যেক্তাদের সরকারের সাথে উন্নয়নমুলক কাজে সমন্বয় করার আহবান জানান।
তিনি জানান, সরকার দেশের নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহন করেছে এবং নারায়ণগঞ্জে একটি পুর্নাঙ্গ নদী বন্দর গড়ে তোলা হবে বলেও তিনি জানান।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে