160515140849_bangladesh_bnp_aslam_chowdhury_640x360_focusbangla_nocredit

 বিডি নীয়ালা নিউজ(২৬ই মে১৬)- ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গুলশান থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মি. চৌধুরী ভারতে গিয়ে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করেছেন এমন খবর বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশের কয়েকদিন পর গত ১৫ই মে তাকে ঢাকা থেকে আটক করা হয়।

ইসরায়েলের ঐ নেতাকে দেশটির গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট বলেও এসব খবরে উল্লেখ করা হয়।

পরে মেন্দি এন সাফাদি বিবিসিকে বলেছিলেন যে, ভারতে আসলাম চৌধুরীর সাথে তার সাক্ষাৎ হয়েছিলো তবে তাদের মধ্যে কোন গোপন বিষয় নিয়ে কথা হয়নি।

বাংলাদেশের পুলিশ অবশ্য বলছে, তারা মি. চৌধুরীর বিরুদ্ধে সরকারের উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগের প্রমাণ পেয়েছে।

আটক হওয়ার আগে এ অভিযোগ প্রত্যাখ্যান করে মি. চৌধুরী অবশ্য বলেছিলেন যে ভারতে তার ঐ সফর ছিলো একেবারেই ব্যক্তিগত।

 

বিবিসি –

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে