কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়ে জানা যায় আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধ্যবোয়ালিয়া ঈদগাহ সংলগ্নপাথ থেকে কাসুন্দা পাকা রাস্তা পর্যন্ত এক কিলোমিটার একটি কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আশ পাশের অন্ততঃ শতাধিক পরিবার কাসুন্দা ও মহিষডাঙ্গা বাজারে আসেন। কিন্তু কিছু দিন আগে স্থানীয় মোঃ কামাল শেখ রাস্তাটির অন্তত তিনফুট দখল করে একটি ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এলাকাবাসীর আপত্তির পরও সে ভবনের কাজ করছেন। ভবনের দক্ষিন সাইডে বেলকোনীর অন্তত তিন ফুট রাস্তার উপর রয়েছে। যার ফলে স্থানীয়দের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। অতিদ্রুত সময়ের মধ্যে সরকারী রাস্তা থেকে ভবন সরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।ষাটোর্ধ মোঃ আনিছ উদ্দিন বলেন, রাস্তাটি কাঁচা মাটির হলেও এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূণ। এই রাস্তা দিয়ে আমরা কাসুন্দা পাকা রাস্তায় ও মসজিদে যাই। ভ্যান গাড়ীতে প্রয়োজনীয় মালপত্র বাড়িতে নেই। কিন্তু যে ভাবে ভবন নির্মাণ করা হচ্ছে তাতে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। একই গ্রামের মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, রাস্তাটি দিয়ে দীঘদিন আমরা চলাচল করি। কিন্তু বর্ষা মৌসমে কাঁদা হওয়ায় একটু কম চলাচল করে মানুষ্ সে জন্য সরকারী রাস্তায় ভবন নির্মাণ করবে বলে বিস্ময় প্রকাশ করেন। মধ্য বোয়ালিয়া গ্রামের সুজন আলী কবিরাজ বলেন,মানুষের সুবিধার জন্যই রাস্তা নির্মাণ করে সরকার। এই রাস্তা আজ কাঁচা আছে,কিন্তু ভবিষ্যতে পাকা রাস্তা নির্মাণ করতে গেলে তো এই ভবন অনেক বড় বাঁধা হয়ে দাঁড়াবে। এ জন্য যতদ্রুত সম্ভব রাস্তার উপর থাকা ভবনের অংশ বিশেষ অপসারনের দাবি জানান তিনি। ভবনের মালিক মোঃ কামাল শেখ বলেন, আামি কোন সরকারী জমি দখল করিনি। পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্ত দিবেন আমি মেনে নিব। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সজ্ঞিতা বিশ্বাস বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকাররী কমিশনার(ভূমিকে অভিযোগ স্থানটি তদন্ত পূর্বক প্রয়োজনিয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। সরকারী জমি দখল করে কেই ভবন নির্মাণ করবে এটা হতে পারে না। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে