tax office

ডেস্ক রিপোর্টঃ ২০১৫-২০১৬ করবর্ষে জেলাভিত্তিক সর্বোচ্চ আয়করদাতা ৩৭০ জন ও ১৪৭ জন দীর্ঘসময় আয়কর প্রদানকারীসহ মোট ৫১৭ জন করদাতা সম্মাননা পাচ্ছেন। ‘জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮’-এর বিধান অনুযায়ী গত রবিবার সম্মাননা প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

এবার নীতিমালা সংশোধন করে সর্বোচ্চ করদাতা মহিলা এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরি চালু করা হয়েছে। এতোদিন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে যথাক্রমে তিনজন ও দুইজন করে মোট পাঁচজন সেরা করদাতা নির্বাচিত করা হতো। এবার থেকে সর্বোচ্চ করদাতা মহিলা এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে আরো দু’জন সম্মাননা পাচ্ছেন।
নীতিমালা অনুযায়ী পুরস্কার হিসেবে প্রত্যেক করদাতাকে একটি ক্রেস্ট, একটি লেমিনেটেড পরিচিত কার্ড ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে