dimla-news-05_8203

বিডি নীয়ালা নিউজ(৫ই  মে১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারীর ডিমলা উপজেলায় আজ বৃহস্পতিবার বিকালে বাসদ মার্কসবাদী সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষক ফ্রন্টের ‘সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডিমলা স্মৃতিসৌধ চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ডা. রবীন্দ্রনাথ রায়, সমন্বায়ক, বাসদমার্কসবাদী ডিমলা সংগঠক সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষক ফ্রন্ট। এতে বক্তব্য রাখেন, আহসানুল আরেফিন তিতু, সংগঠক, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন ডিমলা উপজেলা সংগঠক নেত্রীবৃন্দ।

বক্তারা বলেন, ধান-গম-পাট-ভুট্টাসহ সকল কৃষি ফসল ন্যায্যমূল্যে সরকারী উদ্যেগে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় কর, ক্ষেতমজুরসহ সকল দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্মি রেটে রেশন এবং বছরে ন্যূনতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করতে হবে, বয়স্ক, প্রতিবন্ধী ও দুঃস্থ নারীদের মাসিক ন্যূনতম ৩০০০/- টাকা ভাতা নিশ্চত করতে হবে, সার, বীজ, ডিজেল, কীটনাশকের দাম কমাতে হবে, ভেজাল রোধ এবং বিএবিসি’র মাধ্যেমে সরবরাহ করতে হবে, অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক-জুয়া, নারী-শিশু নির্যাতন ও পাচার বন্ধ কর। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যম উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে