আন্তর্জাতিক রিপোর্ট : জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে গোল করার মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে গোলের রেকর্ড গড়েছেন মোনাকো তরুন স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে। ম্যাচের ৬৯ মিনিটে এমবাপে যখন গোল করেন তখন তার বয়স ছিল ১৮ বয়স ১৪০ দিন। এর আগে ২০০৩ সালে মিলানের বিপক্ষে ১৮ বছর ১৯৭ দিন বয়সে গোল করে এই তালিকার শীর্ষে ছিলেন ইন্টারের স্ট্রাইকার ওবাফেমী মার্টিনজ।
এমবাপের এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লীগে আরেকটি রেকর্ড হয়েছে। টানা ৬৮৯ মিনিট পরে গোল হজম করেছে জুভেন্টাস যা চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে দীর্ঘতম। যদিও তরুন ফ্রেঞ্চ স্ট্রাইকারের গোলটি মোনকোর জন্য শুধুমাত্র সান্তনাই হয়ে ছিল। ম্যাচে মোনাকো ২-১ গোলে পরাজিত হলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নেয়। এই নিয়ে চ্যাম্পিয়নস লীগের ৬টি নক আউট ম্যাচে এমবাপে পঞ্চম গোল করলেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে