বিনোদন প্রতিবেদক: উত্তম আকাশ পরিচালিত চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’-তে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক মুন্না। যার পুরো নাম মাহবুবুর রশিদ মুন্না। পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণকে।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রবল ইচ্ছে ছিল মুন্নার। সেই নেশা থেকেই সিনেমায় নাম লিখিয়েছেন এই সুদর্শন যুবক। পাড়ার ফুটবল দলে নিয়মিত খেলাধুলার পাশাপাশি গলফেও রয়েছে তার স্বীকৃতি। খুব শীঘ্রই অভিনেতা মুন্না শুরু করবেন তার দ্বিতীয় ছবি ‘প্রহর’ এর কাজ। আজ চিত্রনায়ক মুন্নার জন্মদিন। তবে এ বছর জন্মদিন পালন করছেন না এ নায়ক।

এ চিত্রনায়ক বলেন, ‘প্রতিবছরই ব্যাপাক আয়োজনের মধ্যে দিয়ে জন্মদিন পালন করি। তবে বিশ্বজুড়ে মহামারি আকার ধারন করেছে করোনা ভাইরাস। যার কারনে এ বছর জন্মদিন পালন করছি না। কিছুটা মন খারাপ হলেও সবার আগে জীবন তার পর আনন্দ উল্লাস।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সবাই চিন্তিত, খানিকটা আতঙ্কিত। এই মূহুর্তে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, আমাদের এখন বাসায় থাকা উচিত। খুব জরুরি প্রয়োজন না হলে বাইরে বের হওয়া উচিত না। আর যদি হতেই হয় তাহলে যেন মাস্ক পড়ি আর সচেতন থাকি। আমরা আতঙ্কিত না হয়ে এই কিছুদিন বাসায় থাকি সবাই। আর যারা স্বাস্থ্যসেবী আছেন তাদের কাজে কোন রকম ব্যাঘাত না ঘটাই! অকারণে হাসপাতালে ভীড় না জমাই।’

মুন্না বলেন, ‘সারা পৃথিবীতেই যে যার যার অবস্থান থেকে এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করে যাচ্ছে। আমারা যারা মিডিয়াতে কাজ করি তাদেরও অনেক দায়িত্ব রয়েছে। অনেকে সেই দায়িত্বের জায়গা থেকে অনেক কিছু করছে। সবাইকে বলবো, দয়া করে সবাই বাসায় থাকুন। কেউ বাসা থেকে বের হবেন না। নিজে সচেতন থাকুন, অন্য সবাইকেও সচেতন থাকতে বলুন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে