ডেস্ক রিপোর্টঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু পড়ালেখাই নয়, ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে। এ জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।
মানসম্মত শিক্ষার জন্য অবকাঠামো এবং পরিবেশ উন্নয়নের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য সরকারী কলেজ ও স্কুলে একটি করে মাঠ থাকবে। যাতে পড়ালেখার পাশাপাশি ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে।
আজ রাজধানীর মিরপুরে দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগরীতে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এ মহাবিদ্যালয়টি নির্মিত হচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, মিরপুরের এ এলাকায় জনসংখ্যা অনেক বেশি হলেও সেই তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম। তাই এখানে একটি সরকারি স্কুল ও একটি সরকারি কলেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে ৬ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৬-তলাবিশিষ্ট রুপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। একই ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সরকারি কলেজও নির্মাণ করা হচ্ছে।
নাহিদ বলেন, এর ফলে এ এলাকার শিক্ষার্থীরা, বিশেষ করে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা উন্নত পরিবেশে সরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পাবে।
তিনি বলেন, এ কলেজটি নির্মাণে ৭ কোটি টাকার বেশি ব্যয় হবে। ৬-তলা বিশিষ্ট এ ভবনে কম্পিউটার ল্যাবসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
মন্ত্রী বলেন, মিরপুর ও পল্লবীতে একাধিক স্কুল ও কলেজ জাতীয়করণ করা হয়েছে। এলাকার ছেলেমেয়েরা যাতে পড়ালেখা করার সুযোগ পায়, সেজন্যই বর্তমান সরকার এ উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা এবং ঢাকা মহানগরীতে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক স্বপন চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে