জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জর ৯ টি উপজেলার বিভিন্ন হাটবাজার এখন শীতের সবজিতে ভরে গেছে। গত কয়েকদিন ধরে জেলার রায়গঞ্জ উপজেলার পাংগাসী,গ্রাম পাঙ্গাসী, নলকা, ধানগড়া, চান্দাইকোনা,

ভূইয়া গাতী, নিমগাছি বাজার, সলঙ্গা থানা সদর সহ ঘুড়কা, সাহেবগঞ্জ, মালতিনগর, হরিনচড়া, দবিরগঞ্জ, পাঁচলিয়া বাজার, উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া, ধরাইল, পুর্ণিমাগাঁতী, গয়টা, বড়হর বাজার, তাড়াশের গুলটা,রানীর হাট, সগুনা, মাধাইনগর কালিবাড়ি, মহিষলুটি বাজার, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট,বড়ধুল,কোনাবাড়ি, পাইকোশা, বিয়ারা,নান্দিনা,জামতৈল বাজার, ববেলকুচি উপজেলার মুকুন্দগাতী,এনায়েতপুর,রাজাপুর,তামাই বাজার সহ বিভিন্ন উপজেলার হাটবাজার ঘুরে দেখা যায়, শীতের সবজি লাউ-কদু, ফুলকপি, বাধাকফি, আলু বেগুন, মুলা, গাজর, টমেটো সীম, মিষ্টি কুমড়া,লাল শাক,পালং সহ নানান প্রকার সবজির পসরা সাজিয়ে বসে আছে কাঁচা মাল ব্যবসায়ীরা।

গ্রামপাঙ্গাসী বাজারের কাঁচামাল ব্যবসায়ী জহির,জফের,কছিমুদ্দিন বলেন, বাজারে বর্তমানে কাঁচামালের আমদানি বেড়ে যাওয়ায় আমাদের ব্যবসা করতে অনেক সুবিধা হচ্ছে। ক্রেতারা তাদের সুবিধা মত স্বল্পমুল্যে সবজি ক্রয় করতে পারছেন। এতে করে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সুযোগ সুবিধা পাচ্ছে।

সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া হাটের কয়েক জন ক্রেতা জানান,মাঘ মাস,এখন শীতের মৌসুম হওয়ায় কৃষকদের ক্ষেত-খামারে সবজি প্রচুর উৎপাদন হচ্ছে ও বাজারে আমদানি বেশি হওয়ায় সকল প্রকার সবজির দাম কিছুটা নাগালের মধ্যেই রয়েছে। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা বলেন, সবজি উৎপাদনে কৃষকের পাশে থেকে কৃষি উপ-সহকারী কর্মকর্তারা সার্বিক সহায়তা প্রদান করছেন। তাই উৎপাদন বেশী হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে