golap-pic-1

গোলাপগঞ্জ (সিলেট) থেকে, আজিজ খান : সিলেট-৬ আসনের এমপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় গোলাপগঞ্জে আজ সংবর্ধনা প্রদান করা হচ্ছে। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ার পর প্রথম বারের মত তিনি নিজ নির্বাচনী এলাকায় আসছেন। তাকে স্বাগত জানাতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেট-জকিগঞ্জ সড়কে কমপক্ষে অর্ধশত তোরণ নির্মানের পাশাপাশি ব্যানার ফেস্টুনে আচ্ছাদিত করা হয়েছে পৌরশহর’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। গতকাল বুধবার বিকেলে আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা সদরে এক মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে এক পথসভায় মিলিত হলে তাতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। এ সময় উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি খায়ুরুল হক, সাবেক সেক্রেটারী এমএ ওয়াদুদ এমরুলসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে উপস্থিত থাকতে দেখা যায়।
এদিকে শিক্ষামন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে উপজেলার মৎস্যজীবি সম্প্রদায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ৪টায় গোলাপগঞ্জে উপজেলা মৎস্যজীবিদের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্যজীবিদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের চিত্র তুলে ধরে বলা হয়- গোলাপগঞ্জের মৎস্যজীবিদের জীবনমানের উন্নয়নে তিনি ব্যাপক কাজ করেছেন। বিভিন্ন জেলে পাড়ায় রাস্তা পাকাকরণ, বিদ্যুতায়ন, খেয়াঘাটে সৌরবিদ্যুৎ স্থাপন, মৎস্যজীবিদের কার্ড প্রদান’সহ নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন। এজন্য উপজেলার মৎস্যজীবি সম্প্রদায়ের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞাতা জানিয়ে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর মৎস্যজীবি সমবায় সমিতির সেক্রেটারী, ইউপি সদস্য ইসমাঈল আলী, ভাদেশ্বর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ফটিক আহমদ, ইসহাক আলী, আব্দুল গফুর, গোটারগাঁও মৎস্যজীবি সমবায় সমিতির সেক্রেটারী নিরেশ বিশ্বাস, ভাদেশ্বর শাপলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি এখলাছ মিয়া প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে