3

বিডি নীয়ালা নিউজ(১৮ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী):  শাহজাদপুরে মেধাবী ছাত্র শুকন্ঠ হালদার নদীতে সারাদিন বাবার সাথে মাছ ধরে চর কৈজুরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এসএসসি পরিক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে।

জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের দর্গম যমুনা চরের ভাঙ্গন কবলিত বর্তমান পাথালিয়া পাড়ার লক্ষন হালদারের ছেলে শুকন্ঠ অভাবের সংসারে চাহিদা মেঠাতে সারাদিন বাবার সাথে জাল দিয়ে নদীতে মাছ ধরেও এবারের এসএসসি পরিক্ষা দিয়ে জিপিএ ৫ পাওয়ায় তার পরিবারের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

শুকন্ঠর বাবা জানান, আমার পরিবারে অভাব অনটন লেগেই আছে। অভাবের সংসারে চাহিদা মেটাতে ছেলেও আমার সাথে সারাদিন মাছ ধরে। কিন্তু সে মেধাবী হওয়ায় লেখা পড়া চালিয়ে যায়। আর এ লেখা পড়ার খরচের দায়িত্ব নেয় কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তার সহযোগীতায় আমার পুত্র লেখাপড়া চালিয়ে আসছে। শুকন্ঠ ভবিষ্যতে ডাক্ততার হতে চায়।

এদিকে  সে জিপিএ ৫ পেলেও উচ্চ মাধ্যমিকে পড়াশোনার খরচ কিভাবে চালাবে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে। তাই তিনি বৃত্তবানদের সুদৃষ্টি কামনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে