barselona

বিডি নীয়ালা নিউজ( ৪ঠা আগস্ট ১৬ )-স্পোর্টস ডেস্কঃ  ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে উড়িয়ে দিলো স্প্যানিশ লা-লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা। ইউরোপের সেরা দুই লীগের চ্যাম্পিয়নদের লড়াই সামনে রেখে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু প্রথমার্ধেই ৩ গোল দিয়ে সব উত্তেজনা পানি করে নেয় বার্সেলোনা। শেষ পর্যন্ত লেস্টারকে তারা উড়িয়ে দেয় ৪-২ গোলে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বার্সেলোনার হয়ে মাঠে নামেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, হাভিয়ের মাসচেরানো ও সার্জিও বুসকেটসের মতো খেলোয়াড়রা। অন্যদিকে লেস্টারের হয়ে মাঠে নামেন গত মৌসুমে তারকা বনে যাওয়া জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজ। কিন্তু সবার মধ্যে আলো ছড়ান বার্সেলোনার তরুণ স্ট্রাইকার মুনির এল হাদ্দাদি। তিনি ২৬ ও ৪৫ মিনিটে দু’টি গোল করেন। এর মাঝে ৩৪ মিনিটে একটি গোল করেন লুইস সুয়ারেজ। বড় ব্যবধানে পিছিয় থেকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে ব্যবধান কমান আহমেদ ফিরোজ মুসা। ৬৬ মিনিটে লেস্টারের আরো ব্যবধান কমান তিনি। ক’দিন আগে নাইজেরিয়ার এ ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে ক্লাব রেকর্ড ১৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে লেস্টার। রেকর্ড পরিমাণ অর্থে তাকে কেনা যে মোটেও ভুল হয়নি তার প্রমাণ দিলেন বার্সার মতো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে। তবে শেষ পর্যন্ত এই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি ইংল্যান্ডের ক্লাবটি। ম্যাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে বার্সেলোনার ব্যবধান আরও বাড়ান বদলি হিসেবে নামা ১৭ বছর বয়সী খেলোয়াড় রাফা মুজিকা।

 

 

mzamin

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে