ডেস্ক রিপোর্ট : লেবাননের প্রেসিডেন্ট দেশটিতে একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের জন্যে বৃহস্পতিবার আলোচনা শুরু করেছেন।এই নতুন প্রধানমন্ত্রী সাদ হারিরির স্থলাভিষিক্ত হবেন। হারিরি বিক্ষোভের মুখে দুসপ্তাহ আগে পদত্যাগ করেন।
কে হতে পারেন নতুন প্রধানমন্ত্রী এই আলোচনায় লেবাননের সংবাদমাধ্যমে বৈরুতের আমেরিকান ইনিউভার্সিটির অধ্যাপক হাসান দিয়াব এবং সাবেক একজন শিক্ষামন্ত্রীর নাম এসেছে।
দুই দফা পেছানোর পর প্রেসিডেন্ট মাইকেল আউন এ আলোচনা শুরু করেন। এর আগে বুধবার হারিরি ঘোষণা দেন যে তিনি আর প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন না।
লেবাননের সার্বিক রাজনৈতিক সংস্কারের দাবিতে দেশব্যাপী সর্বস্তরের জনগণের বিক্ষোভের কারণে হারিরি গত ২৯ অক্টোবর পদত্যাগ করেন।
উল্লেখ্য, লেবাননে তীব্র অর্থনৈতিক সংকট চলছে। নতুন সরকারকে জরুরি ভিত্তিতে এ সংকট মোকাবেলায় উদ্যোগী হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে