আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ

গ্রামীন সাংবাদিকতার আলোকবর্তিকা চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৫তম মৃত্যু বার্ষকী উপলক্ষ্যে লালমনিরহাটে স্মরন সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসেফ)।

মঙ্গলবার(২৯ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির  হাতীবান্ধা উপজেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও মোনাজাতউদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত স্মরন সভায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় হাতীবান্ধার সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেনকে মোনাজাতউদ্দিন স্মৃতি সম্মননা প্রদান করা হয়। এরপর চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মফস্বল সাংবাদিক ফোরাম হাতীবান্ধা উপজেলা ইউনিটের আহবায়ক নুরনবী সরকারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরুল হক, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, সুমন খাঁন, আব্দুর রহিম, আসাদ হোসেন রিফাত, রকিবুল হাসান রিপন, শাহিনুর ইসলাম প্রান্ত, মিজানুর রহমান মিজান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে