আসাদ হোসেন রিফাতঃ বিভিন্ন কর্মসুচীর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধার ঐতিহ্যবাহী দইখাওয়া আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে বসন্ত ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন দাদ্বশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বুধবার সকালে দইখাওয়া আদর্শ কলেজের আয়োজনে বসন্ত ও নবীন বরন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে দইখাওয়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। প্রধান পৃষ্টাপোষক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। বিশেষ অতিথি সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান ও স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন।

বক্তাগণ নবীন শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দিয়ে বলেন,বসন্ত উৎসবের ইতিহাস অনেক পুরনো। বসন্ত উৎসবকে জনপ্রিয় করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও বসন্তের বিশেষ ভূমিকা আছে। এটা আমাদের শেকড়ের অংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে