সাভারে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের সালেহপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র‌্যাব-৪ এর বিশেষ অভিযানে বাড়ির আটজনকে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয়।

বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সর্তক করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এসময় নির্দেশনা না মেনে জনসমাগম ঘটানোর দায়ে অভিযুক্ত করে বর ও কনে পক্ষের পরিবারের ৪ জন করে মোট ৮ জনকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। 


র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিসুর রহমান জানান, বর ও কনের উভয়পক্ষের একটি মুচলেকা  গ্রহণ করা হয়েছে।

S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে