আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ামারের নেত্রী অং সান সুকি বলেছেন, দেশটির সামরিক বাহিনী রোহিঙ্গা সংকট হয়তো আরো ভালোভাবে সামাল দিতে পারতো। সেনাবাহিনীর দমন-পীড়নে দেশ ত্যাগ করা রোহিঙ্গাদের শরণার্থী জীবনের এক বছর পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে তিনি এসব কথা বলেন।

মিয়ানমারের সামরিক বাহিনীর এ দমন-পীড়নের ব্যাপারে তিনি বলেন, ‘এখন ভাবলে মনে হয়, এ ক্ষেত্রে কিছু উপায় অবশ্যই ছিল যার মাধ্যমে রাখাইনের পরিস্থিতিটা আরো ভালোভাবে সামাল দেয়া সম্ভব ছিলো।’

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনায় একযোগে হামলার পর গতবছর ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর ওই দমন-পীড়ন শুরু হয়। ফলে সেই সাথে শুরু হয় এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সংকট।
এই সংকটের কারণে গত এক বছরে সাত লাখেরও বেশী রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে