ডেস্ক স্পোর্টসঃ লিগ মৌসুমের ডার্বি ম্যাচে ড্র করেছে দুই মাদ্রিদ। ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলেও ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। ফলে সেরা তিনের বাইরে চলে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

শুরু থেকেই ম্যাচের চালকের আসনে ছিল রিয়াল। কিন্তু অ্যাতলেতিকোর রক্ষণ ভাঙতে ঘাম ঝরাতে হয় লস ব্লাঙ্কসদের। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ আইকন ক্রিস্টিয়ানো রোনালদো। চার মিনিট বাদেই স্বাগতিকদের উল্লাস থামিয়ে দেন অ্যান্তোনি গ্রিজম্যান। ৬৪ মিনিটে রোনালদোর বদলি খেলোয়াড় মাঠে নামান জিদান। তবে ইনজুরি শঙ্কা উড়িয়ে দিয়েছেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় হোম ভেন্যুতে অ্যাতলেতিকোকে হারানোর অপেক্ষা বাড়লো জিনেদিন জিদানের। বার্নাব্যুতে এ নিয়ে শেষ পাঁচবারের ভিজিটে তিনবারই জয় (দু’টি ড্র) নিয়ে ফিরেছে অ্যাতলেতিকো।

 

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে