গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নতুন আরও ৫জনের করোনা শনাক্ত করা হয়েছে। নতুন সুস্থ হয়েছেন আরও ৪জন করোনা রোগী। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

তিনি বলেন, গোলাপগঞ্জে নতুন করে আরও ৫জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদের মধ্যে রয়েছেন লক্ষণাবন্দ ইউনিয়নের করগাও গ্রামের ৫২ বছরের এক বৃদ্ধ, পৌর এলাকার রণকেলি গ্রামের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ও একই গ্রামের ২১বছর বয়সী এক তরুণী, টিকরবাড়ি গ্রামের ২১ বছর বয়সী আরেক তরুণী এবং বাঘা ইউনিয়নের ৫৫ বছর বয়সী আরেক বৃদ্ধ, এই বৃদ্ধের গ্রামের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়াও আজকে ৪জন করোনা রোগী সুুুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

আক্রান্তদের মধ্যে উপজেলার রণকেলী গ্রামের ৫৫বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুর ১১দিন পর আজ রিপোর্ট এসেছে তিনি করোনা পজেটিভ ছিলেন। এ নিয়ে গ্রামে তুমুল হৈ চৈ শুরু হয়ে গেছে। ঐ বৃদ্ধার গোসল, জানাজা, দাফনের সময় যারা এসেছেন তাদেও মাঝে এক হতাশা বিরাজ করছে।

এ নিয়ে জানাজায় আগত একাধীক ব্যক্তি জানান, ঐ বৃদ্ধার করোনা টেস্টের রিপোর্ট যদি দ্রুত দেওযা হত তাহলে আমাদের কোন চিন্তাই ছিল না। মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাজায় অনেকে ছিলাম। এর পর নিজ বাড়ি ও বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে গিয়ে না জানি কত জনকে আক্রান্ত করেছি। এভাবে রিপোর্ট বিলম্বে গোলাপগঞ্জে করোনা দ্রুত বিস্তার হচ্ছে। সরকারের কাছে আকুল আবেদন, করোনা টেস্টের রিপোর্ট দ্রুত দেওযার প্রয়োজনীয় ব্যবস্থা নিলে বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে।

এদিকে আজকের ৫জন করোনা রোগী সহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ৯১জন। তব এদের মধ্যে দুজন রোগী গোলাপগঞ্জ উপজেলার বাহিরের হওয়ায় তাদের এ লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এতে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে। এদের মধ্যে ৪২জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ২জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে