মারুফ সরকার, ঢাকা : লকডাউনে সারাদেশের মানুষ যখন ঘর বন্দি, কিছু মানুষ কোন শর্তেই ঘরে যায় না। কারন তাদের ঘর নাই। মহানগরীর এই ইট কাঠ পাথরের মধ্যে রাস্তাই তাদের ঠিকনা। রাষ্ট্র তাদের দায়িত্ব না নিয়েই চাপিয়ে দিয়েছে লকডাউন এর নামে কর্মহীন খুদাময় বাস্তবতা। অতিমারির এই ভয়াবহতার মধ্যে রাষ্ট্রচিন্তা ‘র বন্ধু শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় আজকে কিছু অসহায় মানুষের দুপুরের সামান্য খাবার ব্যবস্থা করা হয়েছিলো। রাষ্ট্রচিন্তা এই উদ্যোগ চলমান রাখতে চায়, এজন্য সকলের সহযোগিতা কামনা করেছে। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তার সংগঠক ইমরান ইমন, নাঈমুল ইসলাম নয়ন, বাংলাদেশ যুব শক্তি’র প্রতিষ্ঠাতা হানিফ বাংলাদেশী, নিজাম উদ্দীন সহ কয়েকজন। পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে মৌচাক মোড়, শান্তিনগর ও মালিবাগ মোড়ে এই কর্মসুচি চলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে