সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানো প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামে এমন অবৈধ কয়লা তৈরির কারখানার সংবাদটি ইতিপুর্বে বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এমন কাজে জড়িত থাকায় আজ বুধবার (১৬ আগস্ট) অবৈধ কারখানার মালিককে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভুমি) রায়গঞ্জ তানজিল পারভেজ। সহযোগীতায় ছিলেন,পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের পরিচালক আব্দুল গফুর ও সলংগা থানা পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে