সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমরুল হাসান তালুকদার ইমন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ,রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) ওয়াসিমুল আল বারী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম,উপজেলা পঃপঃ কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদিপ কুমার রায়,উপজেলা খাদ্য অধিদপ্তরের আশরাফুল আরেফিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, ফায়ার সার্ভিসের আশিকুর রহমান ও লিডার রফিকুল ইসলাম প্রমুখ ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত মেলায় ভিন্ন ভিন্ন আয়োজনে ছিল ২১ টি স্টল,পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে