রানা প্লাজা
রানা প্লাজা ধস বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভয়াবহ শিল্প দুর্ঘটনা।

বিডি নীয়ালা নিউজ ( ১৮ই জুলাই ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে আজ।

আইনজীবীরা বলছেন, এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।

সরকারী পক্ষের আইনজীবী খন্দকার আব্দুল মান্নান জানিয়েছেন, মামলায় ভবনের মালিক সোহেল রানা সহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তাদের মধ্যে সাতজন পলাতক রয়েছেন।

১৮ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

একই ঘটনায় ইমারত নির্মাণ আইন ভঙ্গের ব্যাপারে আরো একটি মামলা রয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল নটার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা নামে নয় তলা ভবনটি।

বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় ১১শ’র বেশি শ্রমিক নিহত হয়।

এই দুর্ঘটনার পর পোশাক শ্রমিকদের নিরাপত্তার ইস্যুতে ব্যাপক ইমেজ সংকটে পড়ে বাংলাদেশের পোশাক শিল্প।

 

 

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে