ডেস্ক রিপোর্টঃ গণপরিবহন শূন্য ঢাকার রাজপথে সার বেঁধে হাতে হাত রেখে এগিয়ে চলছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী কিশোরের দল। দুই পাশে ছেলেরা হাত ধরে রয়েছে, মাঝখানে নিরাপদে নিশ্চিন্তে চলছে স্কুল-কলেজের মেয়েরা। আজ শনিবার রাজধানীর নিউমার্কেট এলাকায় এই অভূতপূর্ব দৃশ্য দেখা যায়।

গত ৬দিনের মতো আজ শনিবার সকাল থেকে রাজধানীর রাজপথে নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা যান চলাচলে বাধা দিচ্ছে না। শুধু কোনো গাড়ি পেলে লাইসেন্স চেক করছে। ঠিকঠাক থাকলে ছেড়ে দিচ্ছে, ঠিকঠাক না থাকলে আটকে রাখছে। এই আন্দোলনের মাঝে রাজধানীর মিরপুর এবং জিগাতলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী গুরুতর আহত হন।

সংঘর্ষের পরপরই অনলাইনে একটি খবর ছড়িয়ে পড়ে যে, আন্দোলনকারী চারজন স্কুল ছাত্রীকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত এই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তারপরেও আন্দোলনের সহযোদ্ধা বোনদের নিরাপদে রাখতে রাজপথে মানবপ্রাচীর তৈরি করে ফেলে ছেলেরা। জিজ্ঞেস করলে বলছিল, ‘আমরা ওদের নিরাপদে নিয়ে যাচ্ছি।’

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে