IMG_20160416_124544_534

বিডি নীয়ালা নিউজ(১৬ই এপ্রিল১৬) নাজমুল হক হৃদয়(রাঙ্গামাটি প্রতিনিধি): জীর্ণ, পুরাতন, গ্লানি মুছে অগ্নিস্নানে শুচি হওয়ার দিন ” এই স্লোগানকে সামনে রেখে কাল পরিক্রমার সেই হিল্লোল ও আন্দোলন ধারন এবং লালন করতে  বাংলা নববর্ষ  ১৪২৩ কে  স্বাগত জানিয়ে  বাংলা নববর্ষ উদযাপন পরিষদ,বৃহত্তর  রিজার্ভ বাজার  রাঙ্গামাটি এর আয়োজনে বর্ণাঢ্য ও পান্তা উৎসবের মধ্যে দিয়ে পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে  নানা বয়সের নারী পুরুষ বিভিন্ন সজ্জিত হয়ে আনন্দ র‍্যালীতে অংশ নেয়।

আজ শনিবার সকালে  রির্জাভ বাজার ট্যাক্সি ষ্টেশন থেকে বর্ণাঢ্য র‍্যালি  শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘তোয়েল চত্বর’ হয়ে রিজার্ভ বাজার শিশু নিকেতনের  মাঠে এসে উক্ত র‍্যালীটি শেষ হয়।

উক্ত শোভাযাত্রায় উপস্হিত ছিলেন সাবেক পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার,  তিন  পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য  ফিরোজা বেগম চিনু, রাঙামাটি   জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন হক, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, বিশিষ্ট সমাজসেবক বেলাল আহম্মেদ, সাবেক প্রেস ক্লাব সভাপতি সুনিল কান্তি দে, বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মহসিন রানা, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রুপসী দাশ গুপ্তা, রির্জাভ বাজার নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মোঃ শাওয়াল উদ্দীন ও সদস্য সচিব নূর মোহাম্মদ কাজল, র‍্যালী কমিটির আহবায়ক মোস্তফা নওশাদ সারোয়ার, সদস্য সচিব রাজীব রয় চৌধুরি,  আইন শৃঙ্খলা কমিটির আহবায়ক মিল্টন বড়ুয়া সহ সিরাজুল ইসলাম, সিরাজুল মোস্তফা, অনন্ত বড়ুয়া,  আবির হাসান,  প্রমুখ।
অনুষ্ঠান টি উপলক্ষ্যে বিকেল ৩টায় আলোচনা সভা, বিকেল ৪ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধা ৭টায় র্যাফেল ড্র হওয়ার কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে