ডেস্ক রিপোর্ট : রাঙামাটিতে দুদিনের টানা বর্ষণে পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জনের মৃতদেহ রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে। কাপ্তাই উপজেলায় তিনজন ও কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে একজন পাহাড়ধসে মারা গেছেন। তবে মৃত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো সেখানে মুষলধারে বৃষ্টি পড়ছে।

রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন শহীদ তালুকদার আজ জানিয়েছন , জেলার বিভিন্ন স্থান থেকে পাহাড়ধসে মারা যাওয়া নয়জনকে হাসপাতালে আনা হয়েছে। কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ নুর প্রথম আলোকে জানান, কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগদীশ চাকমা জানান, এই ইউনিয়নে পাহাড়ধসে মৃত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

৭১/ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে