জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: আজ ২৭ জানুয়ারি ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবসের শতবর্ষ পালিত হয়েছে। সলঙ্গায় মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার ও সমাজ কল্যাণ সমিতি দিবসটি যথাযথভাবে পালন করেন।উল্লেখযোগ্য কর্মসুচীর মধ্যে ছিল,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,কুইজ প্রতিযোগীতা,হাঁস খেলা,কেরাম খেলা,পুরস্কার বিতরণ,আলোচনা সভা ও দোয়া। রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার এমপি ডা: আব্দুল আজিজ করোনা আক্রান্ত সহ সারা দেশে করোনার পরিস্থিতির কারনে সলঙ্গা বিদ্রোহ দিবসের শতবর্ষ অনুষ্ঠানটি বড় পরিসরে উদযাপনের ইচ্ছা থাকলেও সম্ভব হয়নি বলে জানিয়েছেন, তর্কবাগিশ পাঠাগারের সাধারন সম্পাদক আব্দুল হান্নান নান্নু। গতকাল বৃহ:বার বিকেলে কদমতলা মওলানা আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন হয়।

পাঠাগারের সহ-সভাপতি শ্রী গজেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু।সলঙ্গা বিদ্রোহের মহানায়ক,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক,জাতীয় নেতা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের কর্মময় জীবনের স্মৃতিচারণসহ রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবসের উপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পাঠাগারের সাধারন সম্পাদক আব্দুল হান্নান নান্নু,আব্দুর রশিদ মন্ডল,আলহাজ্ব দেলোয়ার হোসেন,কে এম আমিনুল ইসলাম হেলাল,এস এম ফারুক হায়দারসহ অনেকে। শেষে পুরস্কার বিতরণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে