মোহাম্মদ আলী চৌধুরী: ইসলাম শান্তির ধর্ম, বর্তমান যুবসমাজকে সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের কোন বিকল্প নেই।

তাই যুব সমাজের মাঝে ইসলামের প্রচার বেশি বেশি করতে হবে। যুবকরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করলে সমাজের চলমান সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে মুখ ফিরিয়ে নেবে তারা।

১৪ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজ শেষে দিনাজপুর ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলার সম্পন্ন হওয়া কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী।

এসময় উপস্থিত মুসল্লি ও যুবকদের উদ্দেশ্যে মোহাম্মদ আলী চৌধুরী আরও বলেন, হিজরী সনের সেরা মাস হচ্ছে রমজান। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা।

রোজা আল্লাহর অত্যন্ত প্রিয় একটি ইবাদত। এর প্রতিদান আল্লাহ তায়ালা নিজ হাতেই দেবেন। রোজার ফজিলত মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী চৌধুরীর আপন ছোট ভাই মাহমুদ হোসেন চৌধুরসহ মসজিদে ইমাম, মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক ও মাদ্রাসার শতাধিক কমলমতি শিক্ষার্থীসহ গ্রামবাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে