যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন- হামাস নেতা ইসমাইল হানিয়া।

রোববার (২৩ মে) কাতারের রাজধানী দোহায় দু’পক্ষের আলোচনায় ফিলিস্তিনের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। খবর ইয়ানি শাফাকের।

এ সময় হামাস নেতা হানিয়া কাতারের আমির আল থানিকে ইসরায়েলি আগ্রাসনে কূটনৈতিক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আল থানি জানান, ফিলিস্তিনের প্রতি ভ্রাতৃত্বের দায়বদ্ধতার জন্যই কাতার ফিলিস্তিনের পাশে রয়েছে।

চলতি মাসে শেখ জারাহ দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। তারপর শুরু হয় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমন-পীড়ন। অনেকে এলাকা ছাড়েন। অনেকের নামেই মামলা হয়, যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে। 

১১ দিন ধরে সংঘাত চলার পর ২০ মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে