মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ হাট থেকে ছাগলের মাথা কিনতে গিয়ে  মটর সাইকেলের ধাক্কায় শ্রী টেপরু কান্ত রায় (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 ঘঁটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার টেংগনমারী সড়কের বাকেরের চালাল নামক স্থানে। এ ঘটনায় মোটর সাইকেলের চালক পেয়ারুল ইসলামকে আকট করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শি  ও কিশোরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সারে ৯ টার দিকে বেসরকারী ওষুধ কোম্পানি অরিয়নের রিপ্রেনজিটিভ হিসাবে  লালমনিরহাট জেলায় কর্মরত এবং কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের দালালটারী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে পেয়ারুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে নীলফামারীর উদ্দ্যেশে যাচ্ছিল। এসময় পুটিমারী ইউনিয়নের কালিকাপুর ঘোনপাড়া গ্রামের বাসিন্দা  মৃত্যু লকিকান্ত রায়ের ছেলে টেপরুকান্ত রায় ৭০ কাঁচা সড়ক থেকে পাকা সড়কে উঠার সময় মটর সাইকেলের ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পরে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। 
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত মফিজুল হক বলেন, মোটর সাইকেলের চালক পেয়ারুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে