ডেস্ক স্পোর্টসঃ রাশিয়া বিশ্বকাপে প্রি-কোয়ার্টারে একই দিনে রাশিয়ায় ইন্দ্রপতন হয় দুই তারকার৷ ছিটকে যায় আর্জেন্টিনা-পর্তুগাল৷ বিদায় নিতে হয় মেসি আর রোনালদোকে। যার ফলে বার্সা-রিয়াল সমর্থকরা অনেকেই সেদিন থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে একেবারে চুপচাপ। ফাইনালের আগে অবশ্য সেই সব সমর্থকরাই জেগে উঠেছেন৷

ফাইনালে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচে যে বার্সা-রিয়ালের ছাঁয়া৷ সে জন্যই নতুন উদ্যামে তাদের প্রিয় বার্সা-রিয়াল তারাদের জন্য গলা ফাটাচ্ছেন অনুরাগীরা৷ স্বপ্নের ম্যাচ না পেলেও স্বপ্নের ক্লাবের ফুটবলারদের ফাইনালে পাচ্ছে সমর্থকরা৷ বিশ্বকাপ ফাইনালে স্প্যানিশ লিগের তারকাদের ছড়াছড়ি৷ লুজনিকিতে ক্রোয়েশিয়া বা ফ্রান্স যে দলেই চ্যাম্পিয়ন হোক না কেন, বিশ্বকাপ ট্রফি উঠতে চলেছে বার্সা বা রিয়াল মাদ্রিদে খেলা কোনও এক ফুটবলারের হাতে৷ কীভাবে?

ফ্রান্সের সেমিফাইনালের নায়ক স্যমুয়েল উমতিতি ক্লাব ফুটবলে খেলেন বার্সেলোনায়৷ ফ্রান্স দলে রয়েছেন বার্সায় খেলা উসমান দেম্বেলেও৷ ফাইনালের অন্য প্রতিপক্ষ ক্রোয়েশিয়া শিবিরের ইভান রাকিটিচও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সদস্য৷ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ আবার খেলেন রিয়াল মাদ্রিদে৷ ফ্রান্স শিবিরের রাফায়েল ভারানেও খেলেন রিয়ালে৷

ফাইনালে ফ্রান্স-ক্রোয়েশিয়া লড়াইয়ের মাঝে তাই লুকিয়ে রয়েছে বার্সা-রিয়াল কানেকশন৷ শুরু বার্সা-রিয়ালই নয় স্প্যানিশ ক্লাবের অন্য দলগুলির প্রতিনিধিও থাকছে ফাইনালে৷ ফ্রান্সের তারকা স্ট্রাইকার আঁতোয়া গ্রিজমান যেমন খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদে৷ সতীর্থ লুকা হার্নান্ডেজেও ক্লাব ফুটবলে ঠিকানা স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোতে৷

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে