সানোয়ারুল ইসলাম রনি, মীরসরাই চট্টগ্রাম থেকেঃ মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের ফরেস্ট অফিস সহ বিস্তীর্ণ এলাকা, সড়ক, কৃষি জমি, সৃজন করা বনায়ন সহ ব্যাপক ভূমি ভাঙ্গনের কবলে পড়েছে। ফেনী নদী থেকে বয়ে আসা এই হিঙ্গুলী খালের ভাঙ্গনেই বিলীন হচ্ছে সব। এতে করে বিপাকে পড়েছে মেহেদীনগর, আজমনগর ও ফরেস্ট অফিস এলাকার কয়েক হাজার মানুষ। সর্বাধিক ঝুকিপূর্ণ ধ্বসে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার ফেনী নদী থেকে বয়ে আসা এই হিঙ্গুলী খাল কয়েকটি গ্রামের হাজার হাজার কৃষকের সুখ দুঃখের সাথি। এবার খালে ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মনে বৃদ্ধি পেয়েছে আতংক। বিশেষ করে আজমনগর গ্রামের দু’পার্শ্বে কৃষি জমি পতিত হতে দেখা গেছে। আবার অনেকের সৃজন করা বনায়ন ও খালের গর্ভে পতিত হচ্ছে। পাহাড়ী ঢলে হিগুলী খালের পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় মেহেদীনগর গ্রামের ফরেস্ট অফিস সড়কটির প্রায় ৪’শত ফুট ভেঙ্গে গেছে। মাটির সড়কটি ভেঙ্গে যাওয়ায় ওই গ্রামের লোকজন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

অতিবষর্ণে পাহাড়ী ঢলে সড়কটি ভেঙ্গে গেছে বলে স্থানীয়রা জানান। তবে দ্রুত সড়কটি সংস্কার করা না হলে অচিরেই পুরোপুরি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সম্প্রতি সড়কটি পরিদর্শন করেছে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তারা। স্থানীয় সোনা মিয়া সওদাগর ও নুরুল করিম জানান, প্রতি বছর অতি বষর্ণে পাহাড়ী ঢলে হিগুলী খালের পানি বেড়ে যায়। এতে করে খালের পাশবর্তী জমি ও সড়ক ভেঙ্গে যায়। এবছর খালের পানিতে ফরেস্ট অফিস সড়কটি ভেঙ্গে গেছে। স্থানীয়রা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সড়কটি দ্রুত সংস্কার করা না গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়বে এলাকাবাসী।

হিগুলী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুনাসির মেম্বার জানান, ফরেস্ট অফিস সড়কটি হিগুলী খালের ভাঙ্গনে পড়েছে। খালের পানিতে সড়কটির ৪শত ফুট ভেঙ্গে গেছে। ফলে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ। হিগুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন জানান, ফরেস্ট অফিস সড়কটির কিছু অংশ হিগুলী খালের পানিতে ভেঙ্গে গেছে বিষয়টি উপজেলা প্রকৌশলিকে জানানোর পর তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। অবশিষ্ট বিষয়টি কর্তৃপক্ষের দায়িত্ব। এই বিষয়ে উপজেলা প্রকৌশলি মোহাম্মদ রাশেদ জানান, তিনি ইতিমধ্যে সড়কটি পরিদর্শনে একটি প্রতিনিধি টিম পাঠিয়েছেন। প্রতিনিধি টিম সড়কটি পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরি করবে। রিপোর্টটি অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে