claper

আন্তর্জাতিক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার পদত্যাগ করেছেন।
তিনি কংগ্রেস বিষয়ক একটি প্যানেলকে বলেছেন, তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
তিনি হাউজ অব ইন্টেলিজেন্স কমিটিকে বলেন, ‘আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি এটা ভাবতে পেরে আমার অনেক ভাল লাগছে।’
৭৫ বছর বয়সী আমেরিকার এ শীর্ষ গোয়েন্দা স্বেচ্ছায় পদত্যাগ করলেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি এমন এক সময় পদত্যাগ করলেন যখন দেশের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিশ্লেষকদের ধারণা এই পদত্যাগের মধ্যদিয়ে তিনি ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিচ্ছেন যে, তারা এখন প্রশাসনের দ্রুত পরিবর্তন চাচ্ছেন।
এদিকে অন্তবর্তী প্রশাসন গঠন নিয়ে ট্রাম্প জটিলতার মুখে পড়েছেন এমন খবর তিনি প্রত্যাখান করেছেন। তবে তিনি এ পর্যন্ত তার প্রশাসনে মাত্র দু’জনের নিয়োগ নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ক্লাপার প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদকাল পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন।
তিনি বলেন, ‘আমি গত রাতে আমার পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমার হাতে ৬৪ দিন সময় বাকি থাকতেই আমি এটা জমা দিলাম।’

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে