idris-ali

ডেস্ক রিপোর্টঃ একাত্তরের মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলী সরদারকে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার শুরু থেকে ইদ্রিস আলী সরদার পলাতক রয়েছে।
ইদ্রিসের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধকালে শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ ও আটকে রেখে নির্যাতন-ধর্ষণ, দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়।
প্রসিকিউশন তার বিরুদ্ধে আনীত ৪টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এরমধ্যে ২টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড, ১টি অভিযোগে তার আমৃত্যু কারাদণ্ড ও অপর একটি অভিযোগে তাকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
বিচার চলাকালীন অপর আসামি সোলাইমান মোল্লা মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে বাদ দেয়া হয়।
গত ২ নভেম্বর মামলটি বিচারকার্য শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আজ রায় ঘোষণার বিষয়টি গতকাল ধার্য করা হয়।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে