কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদে ৯টি ওয়ার্ডের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত-দরিদ্র, গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু। গত ০১/০৪/২০২৪ইং তারিখে মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ীতে ৭,৮,৯ নং ওয়ার্ডে চাল বিতরনের উদ্বোধন করেন। বাকী ৬টি ওয়ার্ডে চাল মাগুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। জানাগেছে মাগুড়া ইউনিয়ন পরিষদের মোট ভিজিএফের বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫২৭টি কার্ড। ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান মাগুড়া ইউনিয়নে জনসংখ্যা ৬০ হাজার সেখানে মাত্র ৩৫২৭টি ভিজিএফ এর কার্ড বরাদ্দ। এটি প্রয়োজনের তুলনায় একে বারেই অপ্রতুল। স্বল্প পরিমান বরাদ্দের কারনে আমরা বিতরনে হিমশিম খাচ্ছি। তাই আগামী ঈদুল আযজায় ভিজিএফ‘র চাল বেশী বরাদ্দে দানে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের দৃষ্টি আর্কষন করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে