gavaskar-dravdi

বিডি নীয়ালা নিউজ(১৫ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ  গেল বুধবারই বম্বে হাইকোর্ট রায় দিয়েছে, ৩০ এপ্রিলের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ম্যাচ মহারাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়ার জন্য।

মহারাষ্ট্র থেকে আইপিএল এভাবে সরিয়ে নিয়ে যাওয়ার তীব্র বিরোধিতা করলেন ভারতের দুই সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার।

দুজনেই একটা বিষয়ে একমত, আইপিএল–কে সহজেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এই প্রসঙ্গে দ্রাবিড় বললেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে জলের অভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছে। কিন্তু এর সঙ্গে আইপিএলের কী যোগাযোগ আমি বুঝছি না। খরা কী করে ক্রিকেটের থেকে গুরুত্বপূর্ণ হয়? যদি আইপিএল না থাকায় সমস্যার সমাধান হয়ে যায়, তবে আমাদের ক্রিকেট খেলাই ছেড়ে দিতে হবে।’

একই সূত্র ধরে গাভাস্কারও বললেন, ‘গত ৯–১০ বছর ধরে কী হচ্ছিল। প্রত্যেকবারই দেখেছি আই পি এলের সময় কিছু না কিছু হয়। এটা যেন সহজ একটা লক্ষ্যবস্তু হয়ে গেছে।’ গাভাস্কারের পরামর্শ, এই বিষয়কে কোনোভাবেই যেন ক্রিকেটের সঙ্গে মিলিয়ে না ফেলা হয়। ‘আইপিএলের ম্যাচ না হলেই কী জল অপচয় বন্ধ হবে? যদি তাই হয়, তাহলে কীভাবে? বিসিসিআই তো আগেই বলেছিল পানযোগ্য জল ব্যবহার করা হবে না। এও বলেছিল, অর্থসাহায্য করা হবে।তাহলেও শোনা হল না কেন? কেন বারবার ক্রিকেটকেই বেছে নেওয়া হবে’ সেই সাথে প্রশ্ন তোলেন তিনি, ‘আর বাগানে জল দেওয়া বা সাতার কাটা এটা চলতেই থাকবে?’ সঙ্গে যুক্তি দেন, ‘রাজনৈতিক ব্যাপারেও আগে ক্রিকেটকে টেনে আনা হবে। কোনও দেশের সঙ্গে সম্পর্ক ভাল করতে গেলে, সেখানেও ক্রিকেট টেনে আনা হবে।’

সূত্রঃ প্রিয়.কম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে