করোনাভাইরাস মহামারির মধ্যেই জাপানে এবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, জাপানের চিচি-শিমা দ্বীপের ২০৫ কিলোমিটার পশ্চিমে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৫৮ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এখনও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছড়িয়েছে। মারা গেছে দুশ’র বেশি।

করোনার সংক্রমণ রোধে শুক্রবার দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে