জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (২৩ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

এতে ৩৪৭ অভিভাবকের মধ্যে ২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, উল্লাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মোসলেম উদ্দিন।

অভিভাবক নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, সাইফুল ইসলাম (১২২ ভোট) পেয়ে প্রথম, আবু হোসেন (১০৭ ভোট) পেয়ে দ্বিতীয়, নান্নু মন্ডল (১০৪ ভোট) পেয়ে তৃতীয় এবং হাবিবুর রহমান (৯০ ভোট) পপেয়ে ৪র্থ হয়েছেন। দাতা সদস্য হিসেবে বাবুল আকতার নির্বাচিত ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আকলিমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অভিভাবক সদস্য পদে মোট ৯ জন প্রতিদ্বদ্বীতা করেন। সলঙ্গা থানার এএসআই রায়হানসহ সঙ্গীয় ফোর্স নির্বাচনে শান্তি শৃঙ্খলার দায়িত্ব সারাদিন পালন করেন।

এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে, স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে